পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, গত ৫ বছর ও চলমান এক বছর তিন মাস দেশ সবক্ষেত্রে এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের সমস্যার সমাধানে আন্তরিক। আমরা চাওয়ার আগেই তিনি সব সমস্যার সমাধান করে থাকেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তার কর্মে তিনি এখন বিশ্বনেতা। শুক্রবার সকালে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে রিজার্ভ রেঞ্জ’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ২০১৩ সালে দেশব্যাপী জঙ্গি তৎপরতা করা হয়েছিল। ১৮ জন পুলিশকে মারা হয়েছিলো। ৩শ’ জন পুলিশকে চিরতরে পঙ্গু করে দেয়া হয়েছিল। তিন হাজার পুলিশকে আহত করেছিল। শুধু তাই নয়, ২০১৫ সালের ৫ই জানুয়ারি থেকে আড়াই মাসব্যাপী পেট্রল বোমা, ককটেল, গাড়ি ও ট্রেন পুড়িয়ে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল। তারা পুলিশকে নিস্ক্রিয় করতে আতঙ্গ ছড়িয়ে পুলিশের মনোবল ভেঙে দিতে চেয়েছিল। কিন্তু বার বারই এদেশের মানুষ জঙ্গিবাদকে সমর্থন করেনি। নিখোঁজ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ সর্ম্পকে বলেন, সালাহউদ্দিন আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর হাতে নেই। তাকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে। শহিদুল হক বলেন, আসন্ন সিটি নির্বাচনে নির্বাচন কমিশন যে ধরণের সহায়তা চাইবে সেটি দেয়া হবে।