গাজীপুর: ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চ্যানেল আই গাজীপুর প্রতিনিধি ফজলুল হক মোড়ল সভাপতি, ও বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট এ কে এম রিপন আনসারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহসপতিবার(২ এপ্রিল) রাত ৮টায় নির্বাচন কমিশন ওই ফলাফল ঘোষনা করেন।
নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন, বাংলাভিশনের মীর মো. ফারুক সিনিয়র সহ সভাপতি, একুশের সংবাদ প্রতিনিধি আমজাদ হোসেন মুকুল সহসভাপতি, বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার শেখ সফিউদ্দিন জিন্নাহ্ সহ সাধারণ সম্পাদক, চ্যানেল টুয়েন্টিফোরের রফিকুল ইসলাম খান সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সময়ের জাহিদুর রহমান বকুল কোষাধ্যক্ষ, এশিয়ান টিভির হোছাইন আলী বাবু দপ্তর সম্পাদক, সিএনএন বাংলার মোস্তফা কামাল প্রচার ও প্রকাশনা সম্পাদক, ঢাকা টাইমসের শাহান সাহাবুদ্দিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও নির্বাহী সদস্য ইকবাল হোসেন সরকার (একাত্তুর টেলিভিশন), আবিদ হোসেন বুলবুল (স্বাধীন
সংবাদ), মাহবুবুল আলম (সরেজমিন), শাহীনুল ইসলাম (তথ্যধারা), মো. জাকারিয়া (গ্রামবাংলানিউজ), মাজহারুল ইসলাম কাঞ্চন (নবরাজ), মো. চানমিয়া মুন্সি (ভোরের সময়) নির্বাচিত হয়েছেন।
। নির্বাচনে মোট ২৩ জন প্রার্থী অংশ নেন। মোট ভোটার ৫৮জন।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন গাজীপুর বারের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট
ম মনোয়ার হোসেন। তিন সদস্য বিশিষ্ঠ নির্বাচন কমিশনের অন্য দুই কর্মকর্তা
হলেন ,সাংবাদিক নাজিম উদ্দিন সরকার ও নুরুল আমিন।