টেক্সাসে বন্দুক হামলার রেশ কাটতে না কাটতেই যুক্তরাষ্ট্রে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক বৃদ্ধা নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মে) যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে একটি হাইস্কুলের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে গোলাগুলির এ ঘটনা ঘটে।
আহত দুই ব্যক্তির মধ্যে একজনের কাঁধে এবং অন্যজনের পায়ে গুলি লেগেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে জানায় কর্তৃপক্ষ।