স্টাফ করেসপন্ডেন্ট:
গাজীপুর: গাজীপুরে প্রেসক্লাবের ইতিহসে সবচেয়ে বড় ও জাকজমকপূর্ণ
নির্বাচনে ভোট গ্রহন চলছে। সকাল ১০টা থেকে ওই ভোট গ্রহন শুরু হয় চলবে
বিকাল ৪টা পর্যন্ত।
বৃহসপতিবার সকাল ১০টায় ভোট গ্রহন অনুষ্ঠান উদ্বোধন করেন গাজীপুর
সিটিকর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। এসময় উপস্থিত ছিলেন
গাজীপুর জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা আলিমুদ্দিন বুদ্দিন সহ অসংখ্য
নেতা কর্মী।
গাজীপুর প্রসেক্লাবের সাধারণ নির্বাচনে মোট ১৭টি পদের মধ্যে ৪টি পদে বিনা
প্রতিদ্বন্ধিতায় ৪ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। বাকী ১৩টি পদের বিপরীতে
২৩ জন প্রার্থী ভোটের লড়াইয়ে অংশ গ্রহন করছেন।
বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ৪ কর্মকর্তা হলেন সভাপতি পদে চ্যানেল আই
এর ফজলুল হক মোড়ল, সিনিয়র সহসভাপতি পদে বাংলাভিশনের মীর ফারুক, সাধারণ
সম্পাদক পদে বাংলানিউজের এ কে এম রিপন আনসারী, কোষাধ্যক্ষ পদে বাংলাদেশ
সময়ের জাহিদুর রহমান বকুল।