ঢাকার মেয়র প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: স্বশিক্ষিত থেকে পিএইচডি

Slider ফুলজান বিবির বাংলা

69919_a1

আগামী ২৮শে এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন। উত্তর সিটিতে ২১ ও দক্ষিণ সিটিতে ২৬জন মেয়র পদে নির্বাচন করবেন। এসব প্রার্থীরা নির্বাচন কমিশনে তাদের হলফনামা জমা দিয়েছেন। প্রার্থীদের মধ্যে কেউ রয়েছেন পিএইচডিধারী কেউ স্বশিক্ষিত। নির্বাচন কমিশনের ওয়েব সাইটে পাওয়া গেছে এসব তথ্য। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:
আনিসুল হক- (এমএ), আবদুল আউয়াল মিন্টু- (এমএসসি ইন অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস, এমএসসি ইন ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট), ববি হাজ্জাজ- (এমবিএ), চৌধুরী ইরাদ আম্মদ চৌধুরী-  (স্নাতক), মো. জামান ভূঞা- (এমএসএস), সারাহ্  বেগম কবরী- (অষ্টম শ্রেণি), আবদুল্লাহ আল ক্বাফী- (এমএসএস), এ ওয়াই এম কামরুল ইসলাম- (বিএ), মো. আনিসুজ্জামান খোকন- (বিএসসি), মাহী বদরুদ্দোজা  চৌধুরী- (স্নাতক-রাষ্ট্রবিজ্ঞান), শেখ মো. ফজলে বারী মাসউদ- (এমএ), বাহাউদ্দিন আহমেদ- (অক্ষরজ্ঞান সম্পন্ন), মোয়াজ্জেম হোসেন খান মজলিশ- (এমএসসি), মোস্তফা কামাল আজাদী- (এম কম), নাদের চৌধুরী- (স্নাতক), মো. নাঈম হাসান- (স্বশিক্ষিত), মো. জোনায়েদ আবদুর রহিম সাকি- (বিএ), কাজী মো. শহীদুল্লাহ- (স্বশিক্ষিত), শেখ শহীদুজ্জামান- (এমএ), মো. শামছুল আলম চৌধুরী- (ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট), তাবিথ আউয়াল- (এমএসসি ইন ইনফরমেশন সিস্টেম টেকনোলজি)।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা:
মো. আবদুল খালেক- (এসএসসি), মো. আবদুস সালাম- (বিএ), আবু নাছের মুহাম্মদ মাসুদ হোসাইন- (কামিল/এমএ), কাজী আবুল বাশার- (এইচএসসি), মো: আবদুর রহমান- (স্বশিক্ষিত), এ এস এম আকরাম- (ম্যাট্রিক), মো. আকরুজ্জামান ওরফে আয়াতুল্লাহ- (বিএ), এস এম আসাদুজ্জামান রিপন- (পিএইচডি), মোহাম্মদ আয়ুব  হোসেন- (এলএলএম), মো. বাবুল সরদার চাখারী- (অষ্টম শ্রেণি), মো. বাহারানে সুলতান বাহার- (স্বশিক্ষিত), বজলুর রশিদ ফিরোজ- (স্বশিক্ষিত), দীলিপ ভদ্র- (এইচএসসি), মো. গোলাম মাওলা রনি- (এলএলএম), মো. ইমতিয়াজ আলম- (স্বশিক্ষিত), মির্জা আব্বাস উদ্দিন আহমেদ- (স্নাতক), মশিউর রহমান- (বিকম), মো. নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টু- (এমকম), ড. ক্যাপ্টেন এম. রেজাউল করিম- (পিএইচডি), মোহাম্মদ রিয়াজ উদ্দিন- (পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন প্রফেশনাল লিগ্যাল স্কিল), মোহাম্মদ সাইফুদ্দিন- (স্বশিক্ষিত), মোহাম্মদ সাঈদ খোকন- (স্নাতক), মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী- (উচ্চ মাধ্যমিক), মো. শহীদুল ইসলাম- (এইচএসসি), শাহীন খান- (স্বশিক্ষিত), মো. জাহিদুর রহমান (লিংকে ক্লিক করলে মো. আবদুল খালেকের ফাইলটি ওপেন হয়, ফলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জাহিদুর রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তথ্য পাওয়া যায়নি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *