নেপালে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে

Slider জাতীয়


ভ্রমণের সময় মাঝ আকাশ থেকে নিখোঁজ হওয়া নেপালের বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে। মুস্তাঙ্গের লার্জুঙ্গে উদ্ধার হয়েছে বিমানের ধ্বংসাবশেষ।

রোববার কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমের পর্যটন শহর পোখারা থেকে বিমানটি জমসন শহরে যাচ্ছিল। জমসন বিমানবন্দরে পৌঁছানোর ১৫ মিনিট আগে স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিমানে ১৯ যাত্রী ও ৩ ক্রুসহ মোট ২২ জন আরোহী ছিলেন।

এদিকে বিমানটির ধ্বংসাবশেষ চিহ্নিত হলেও এখনো উদ্ধারকারী দল পাঠানো যায়নি। বৈরি আবহাওয়ার কারণে নামানো যাচ্ছে না হেলিকপ্টার। বিমানের কোনো যাত্রীই সম্ভবত বেঁচে নেই। পায়ে হেঁটে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে একটি উদ্ধারকারী দল।

সূত্র : আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *