রাজধানীর শাহজাহানপুরে পারিবারিক কলহের জেরে পাপিয়া সারোয়ার মিম (১৭) নামে এক গৃহবধূ নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৮ মে) দুপুরের দিকে শাহজাহানপুর বাগিচা ঝিল মসজিদ এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। সে ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী।
দগ্ধ ওই গৃহবধূকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিন মাসের অন্তঃসত্ত্বা তিনি।
তার মা পারভিন আক্তার জানান, তাদের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। স্বামী রাম্মিমের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন মীম। একই এলাকায় মীমের বাবা-মাও থাকেন।
তিন বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বেশ কদিন ধরে তাদের সংসারে কলহ শুরু হয়। রাম্মিমের চরিত্র ভালো নয়। মীম তাকে বিভিন্ন কারণে ভালো হতে বলত। তবে সে মীমকে মানসিকভাবে নির্যাতন করত। সহ্য করতে না পেরে মীম নিজের গায়ে আগুন দিয়েছে।
রাম্মিম এলাকায় একটি ফ্ল্যাক্সিলোডের দোকানে কাজ করেন। তিনি জানান, শুক্রবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। দুজন দুজনকে সন্দেহ করতেন। এসব কারণে শনিবার মিম নিজের গায়ে নিজেই আগুন দিয়েছেন।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মীমের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।