গাজীপুর মহানগরীর শিবির কর্মী ফরিদ আহমদের দাফন সম্পন্ন হওয়ার ১৮ দিন পর পুলিশ কবর থেকে লাশ উত্তোলন করেছে।
সোমবার প্রচার সম্পাদক হাসান মেহরাবের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিবিরের গাজীপুর মহানগরী সভাপতি ফুয়াদ হাসান পল্লব ও সেক্রেটারি আহমেদ ইমতিয়াজ লাশ উত্তোলনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
মহানগরীর সভাপতি ও সেক্রেটারী এক বিবৃতিতে বলেন, শহীদ ফরিদ আহমদের দাফন সম্পন্ন হওয়ার ১৮ দিন পর পুলিশ প্রশাসন করতিক লাশ উত্তরণ করে পোস্ট মর্টেমের নামে শহিদের লাশের সাথে এমন আচরণে আমরা হতবাক। ফরিদের পরিবার বাবা-মা , ভাইয়েরা ও এলাকা বাসীর না চাওয়া সত্বেও পুলিশ অতি উৎসাহী হয়ে এই ন্যাকারজনক কাজটি করেছে। এখানে আইনি কোন সমস্যা না থাকার পরেও ফরিদের পরিবার কে হয়রানী করার জন্য এই ঘটনা টি ঘটানো হয়েছে।