চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুরে বজ্রপাতে নিহত ৬

Slider জাতীয়

 69762_lead

চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-মেয়েসহ ৬ জন নিহত হয়েছেন। সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ বজ্রপাতে চাপাইনবাবগঞ্জে ৪ জন এবং দিনাজপুরে ২ জন মারা যান।  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, রাত ৮টার দিকে বজ্রপাতে সদর উপজেলায় ৩ জন এবং শিবগঞ্জে ১ জন নিহত হয়েছেন। স্থানীয়রা জানায়, সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সোরাদ্দী গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী ফুলেরা বেগম (৩৫) ও মেয়ে ববিতা (৯) গরমে বাড়ির অঙিনায় বসেছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এছাড়া ইসলামপুর ইউনিয়নের ছাবারিয়া গ্রামের এনামুল হকের স্ত্রী রেবিনা (৫০) বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে তার মৃত্যু হয়। অন্যদিকে একই সময় শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি গ্রামের মোফাজ্জল হকের ছেলে সাইদুর (৩৫) পাশ্ববর্তী বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুত্বর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, দিনাজপুর বিরলের ঢেলাপীরে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বজ্রপাতে মনোয়ারা বেগম (৫০) ও মো. মহবুর রহমান (৩২) নামে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মহবুর রহমানের স্ত্রী নাসিমা বেগম (২৫) ও ছেলে বাবু (১)। মনোয়ারা বেগম উপজেলার কালিয়াগঞ্জ গোপিনাথপুর গ্রামের  মো. আব্দুল খালেকের স্ত্রী। মহবুর রহমান বামনগাঁও গ্রামের মো. আইনুল ইসলামের  ছেলে। বিরল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বলেন, শহর থেকে গ্রামে ফেরার পথে উপজেলার ঢেলাপীরে বজ্রপাতে মহবুর রহমান মারা যান। আহত অবস্থায় মনোয়ারা বেগম, নাসিমা বেগম ও বাবুকে বিরল উপজেলা কমপে¬ক্সে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *