ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। রোববার দুপুর আড়াইটার দিকে আব্দুল আউয়াল মিন্টুর পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার ছেলে তাফসীরুল এম আউয়াল। তবে আব্দুল আউয়াল মিন্টুর আরেক ছেলে তাবিথ আউয়ালের পক্ষে আজ উত্তর সিটি নির্বাচনের মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করা হলেও তা জমার বিষয়ে কিছু জানা যায়নি।
রোববার বেলা সোয়া ৩টার দিকে আগারগাঁওয়ে উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়পত্র জমা দেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। আনিসুলের সঙ্গে এ সময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিজেএমইএর সভাপতি আতিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, ফারুক খান ও আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
রোববার বেলা সোয়া ৩টার দিকে আগারগাঁওয়ে উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়পত্র জমা দেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। আনিসুলের সঙ্গে এ সময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিজেএমইএর সভাপতি আতিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, ফারুক খান ও আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।