আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গণতান্ত্রিক রাজনীতিতে ধ্বংসাত্মক কর্মসূচি পরিহার করা ছাড়া উপায় নেই। তাই বিএনপি হরতাল প্রত্যাহার করে নিয়েছে। তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর টিকাটুলী রামকৃষষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোহাম্দ নাসিম বলেন, ‘হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াতের ডাকা ধ্বংসাত্মক কর্মসূচি জনগণ অনেক আগেই প্রত্যাখ্যান করে কাজে নেমে পড়েছিল। তাই ওই কর্মসূচি আর চালিয়ে যাওয়ার সুযোগ ছিল না। এটা বুঝতে পেরে ধীরে ধীরে তারা ধ্বংসাত্মক কর্মসূচি প্রত্যাহার করছে।’
খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘মানুষকে ভালোবাসুন, মন জয় করুন। মানুষ পুড়িয়ে হত্যা করে ক্ষমতায় যেতে পারবেন না।’
বিদ্যালয়ের উন্নয়নে এক লাখ টাকার অনুদান দেন ও মেডিকেল ইউনিটের জন্য একটি অ্যাম্বুলেন্সের প্রতিশ্রুতি দেন স্বাস্থ্যমন্ত্রী। রামকৃষষ্ণ মঠ ও রামকৃষষ্ণ মিশন সভাপতি স্বামী অমেয়ানন্দজি মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রমজুল হক, বিজয় কৃষষ্ণ সরকার প্রমুখ।