বিনোদন ডেস্ক: সারা জাগানো নায়িকা সাদিয়া আফরিন এবার ভিন্ন রকম ম্যুভিতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন। ক্রাইম রোড নামের ব্যাতিক্রম ধর্মী এই মুভিতে সম্পূর্ন নতুন চরিত্রে দেখা যাবে সাদিয়াকে।
সাদিয়া আফরিন জানান, ২৫ মার্চ থেকে দিনাজপুরে এই ছবির শুটিং শুরু হয়েছে। চলবে ১০ মার্চ পর্যন্ত। সায়মন তারেক পরিচালিত ছবিতে অভিনয় করছেন সাদিয়া আফরিন, শাহ রিয়াজ, বিপাশা, শরীফ, জেমি ও আনিসুর রহমান সহ অনেকে।
বর্তমান সময়ের প্রেক্ষপটে মানুষ কেন অপরাধ করেন আর কোন কোন সামাজিক কারণে অপরাধে জড়িয়ে পড়েন তা নিয়েই তৈরী হয়েছে গল্পটি। অপরাধের উৎস, কারণ ও অপরাধ দমনের প্রক্রিয়া নিয়েই এই কাহিনী। এই ছবিটি সামাজিক অপরাধ নিয়ন্ত্রনে সামাজিক সচেতনতা সৃষ্টি করবে বলে আশা করছেন সাদিয়া আফরিন।
প্রসঙ্গত: সাদিয়া আফরিন নতুন প্রজন্মের নায়িকা হয়ে চলচিত্র জগতে ব্যাপক সারা ফেলেছেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবিতেও তিনি অভিনয় করেছেন। তার অভিনিত ছবির সংখ্যা প্রায় অর্ধশত।