এবার অপরাধ বিষয়ক ম্যুভিতে প্রধান নায়িকা সাদিয়া আফরিন

Slider বিনোদন ও মিডিয়া

সন

বিনোদন ডেস্ক:  সারা জাগানো নায়িকা সাদিয়া আফরিন এবার ভিন্ন রকম ম্যুভিতে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করছেন। ক্রাইম রোড নামের ব্যাতিক্রম ধর্মী এই মুভিতে সম্পূর্ন নতুন চরিত্রে দেখা যাবে সাদিয়াকে।

11047058_1584342948512009_1318804664_n

সাদিয়া আফরিন জানান, ২৫ মার্চ থেকে দিনাজপুরে এই ছবির শুটিং শুরু হয়েছে। চলবে ১০ মার্চ পর্যন্ত। সায়মন তারেক পরিচালিত ছবিতে অভিনয় করছেন সাদিয়া আফরিন, শাহ রিয়াজ, বিপাশা, শরীফ, জেমি ও আনিসুর রহমান সহ অনেকে।

বর্তমান সময়ের প্রেক্ষপটে মানুষ কেন অপরাধ করেন আর কোন কোন সামাজিক কারণে অপরাধে জড়িয়ে পড়েন  তা নিয়েই তৈরী হয়েছে গল্পটি। অপরাধের উৎস, কারণ ও অপরাধ দমনের প্রক্রিয়া  নিয়েই এই কাহিনী। এই ছবিটি সামাজিক অপরাধ নিয়ন্ত্রনে সামাজিক সচেতনতা সৃষ্টি করবে বলে আশা করছেন সাদিয়া আফরিন।

photo.php

প্রসঙ্গত: সাদিয়া আফরিন নতুন প্রজন্মের নায়িকা হয়ে চলচিত্র জগতে ব্যাপক সারা ফেলেছেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবিতেও তিনি অভিনয় করেছেন। তার অভিনিত ছবির সংখ্যা প্রায় অর্ধশত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *