বাংলাদেশের লিড

Slider খেলা


শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের জবাবে খেলতে নেমে লিড পেলো বাংলাদেশ। ১৪১ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪০১ রান। টাইগাররা ৪ রানে এগিয়ে রয়েছে।
সেঞ্চুরির প্রহর গুণতে থাকা মুশফিকুর রহীম রয়েছেন ৮৯ রানে। ২৩৮ বলে ৩ রানের মাধ্যমে ইনিংসটি সাজিয়েছেন তিনি। ২৬ বলে ১ রানে ১৩ রান নিয়ে ক্রিজে রয়েছেন সাকিব আল হাসান।

সেঞ্চুরি হলো না লিটনের, রিটায়ার্ড হার্ট থেকে ফিরে আউট তামিম

সেঞ্চুরি পূরণে ব্যর্থ হলেন লিটন দাস। ৮৮ রানে আউট হলেন কাসুন রাজিথার বলে। মধ্যাহ্নভোজের পর ব্যাট করতে নেমে ১৩৪.১ ওভারে রাজিথার বল খেলতে গিয়ে উইকেটে ডিকভেলার তালুবন্দি হন লিটন। এরপর রিটায়ার্ড হার্ট থেকে ফিরে ব্যক্তিগত সংগ্রহে তামিম যোগ করতে পারেননি একটি রানও। ১৩৩ রানে রাজিথার বলে বোল্ড হন তিনি। তৃতীয় দিনে মাংস পেশীতে টান পড়ায় রিটায়ার্ড হার্ট হন তামিম।
১৩৭.১ ওভার শেষে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৯২ রান।

সেঞ্চুরির পথে মুশফিক-লিটন, ১২ রানে পিছিয়ে বাংলাদেশ

সেঞ্চুরি হাঁকিয়ে তৃতীয় দিনটা রাঙিয়েছেন তামিম ইকবাল
বিজ্ঞাপন
এবার শতকের পথে রয়েছেন মুশফিকুর রহীম ও লিটন দাস। দুই ক্রিকেটারের ব্যাটিং দৃঢ়তায় লিডের নিতে চলেছে বাংলাদেশ।
১৩৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৮৫ রান নিয়ে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে পেছনে ফেলতে ১২ রানের প্রয়োজন টাইগারদের। ২২২ বলে ৮৫ রানে মুশফিক এবং ১৮৮ বলে ৮৮ রানে ক্রিজে রয়েছেন লিটন দাস।

সাড়ে তিনশো পার বাংলাদেশের

মুশফিক-লিটনের সাবলীল ব্যাটিংয়ে লিডের পথে বাংলাদেশ। ১২১.৬ ওভার শেষে দুই ব্যাটারের সংগ্রহ ১৩৮ রান। মুশফিক ১৮১ বলে ৬৭ এবং লিটন ১৫৮ বলে ৭৯ রান নিয়ে ক্রিজে রয়েছেন।
বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৫৮ রান। লঙ্কানদের পেছনে ফেলতে এখনো ৩৯ রান প্রয়োজন।

চতুর্থ দিনের খেলা শুরু, মুশফিক-লিটনের শতরানের জুটি

সাগরিকার আকাশ থেকে কেটে গেছে মেঘ। বৃষ্টির কারণে ৩০ মিনিট বিলম্বে শুরু হয়েছে চতুর্থ দিনের খেলা। ম্যাচ দেরিতে শুরু হলেও বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। প্রথম বলেই লং অনে খেলে সিঙ্গেল নিয়ে লিটনকে স্ট্রাইক দেন মুশফিক। মেন্ডিসের হাফ ভলি দারুণ স্কয়ার ড্রাইভে পাঠিয়ে দেন বাউন্ডারির বাইরে। দুজনের জুটি পেরিয়ে যায় শতরান। ১১০.১ ওভার শেষে মুশফিক-লিটন ব্যাট করছেন ১০৯ রানের পার্টনারশিপে। ৩ উইকেটে ৩২৯ রান বাংলাদেশের।

সাগরিকায় বৃষ্টির বাগড়া

গুরুত্বপূর্ণ চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার অপেক্ষা। তবে তার আগে তুমুল বৃষ্টির কারণে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ক্রিজ ঢাকা পড়েছে কার্পেটে। বৃষ্টি না কমলে বিলম্বে শুরু হবে ম্যাচ।

সাম্প্রতিক টেস্ট সিরিজগুলোতে ব্যাটারদের অনিয়মিত পারফরম্যান্সে ডুবতে হয়েছে বাংলাদেশকে। একজন ভালো করলে অপরজন হয়েছেন ব্যর্থ। চট্টগ্রাম টেস্টেও শঙ্কা জেগেছিল এমন কিছুর। মাহমুদুল হাসান জয় ক্রিজ ছাড়ার পর হতাশ করেন নাজমুল হোসেন শান্ত। এরপর অধিনায়ক মুমিনুল হকও থিতু হতে পারেননি ক্রিজে। দুই ব্যাটারের রান মোটে ৩। তবে মুশফিকুর রহীম ও লিটন দাসের দায়িত্বশীল ফিফটিতে ব্যাটিংয়ে ধস নামেনি বাংলাদেশের।

তৃতীয় দিনশেষে ১৩৪ বলে ৫৩ রান নিয়ে অপরাজিত থাকেন মুশফিকুর রহীম। চতুর্থ দিনে ১১৩ বলে ৫৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন লিটন। চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩১৮ রান। লঙ্কানদের ছুঁতে এখনো ৭৯ রান প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *