গম রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করেছে ভারত

Slider সারাবিশ্ব


গম রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছে ভারত। মঙ্গলবার (১৭ মে) দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ১৩ মে বা তার আগে পাওয়া এলসির বিপরীতে গম রপ্তানির অনুমতি দেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, কাস্টমসের পরীক্ষায় যেসব রপ্তানির আদেশ ১৩ মের আগে পাওয়া গেছে বলে নিশ্চিত হওয়া যাবে সেগুলো আটকানো হবে না। খবর দ্য ইকোনোমিক টাইমস।

এতে বলা হয় মিশরগামী একটি গমের চালানকে এরই মধ্যে ছাড়পত্র দদেওয়া হয়েছে। এর ফলে কান্ডালা বন্দরে গম জাহাজবোঝাইয়ের কাজ চলছে। চালানটি ছাড়ের জন্য মিশর সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল।

এর আগে গত ১৩ মে ভারতের কেন্দ্রীয় সরকার দেশের অভ্যন্তরীণ বাজারে গমের রেকর্ড মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে শস্যটি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *