
কুমিল্লা সিটি করপোরশনের নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার (১৭ মে)। শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেও একই দিনে জমা দিতে পারবেন প্রার্থীরা।
সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (১৬ মে) পর্যন্ত নির্বাচনের মনোনয়নপত্র নিয়েছেন ১৯৮ জন। এর মধ্যে মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ১৫৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন। এর মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০০ জন।
সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের নেতারা। আজ তিনি জমা দেবেন।
শেষ দিনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনী নিরাপত্তার কাজে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিজিবির টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
