গাজীপুরে উজানের শিক্ষক সুপারভাইজারদের ১২ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ শুরু।

Slider শিক্ষা


ইসমাঈল হোসেন, গাজীপুর মহানগরঃ উজান এর আয়োজনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের আওতায় গাজীপুরে শিক্ষক ও সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে।

১৬ মে সোমবার জয়দেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় তলার হলরুমে এ বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়। বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধনী দিনে গাজীপুর জেলার সদর উপজেলার ৭০ জন শিক্ষক ও সদর উপজেলার সুপারভাইজারগণ অংশগ্রহণ করেন।

বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধনী দিনে গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গাজীপুর আনিসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজীপুর মোঃ আবু ইউসুফ, এ্যাড. রীনা পারভীন, চেয়ারম্যান, গাজীপুর সদর উপজেলা পরিষদ।

বুনিয়াদী প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন, মোঃ আলী আকবর, সহকারী পরিচালক, গাজীপুর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, ফিরোজা খানম, নির্বাহী পরিচালক, উজান, গাজীপুর জেলা উজান কর্মকর্তা জিল্লুর রহমান প্রমুখ।

উল্লেখ্য গাজীপুর জেলায় ১৭৮৫৫ ঝড়ে পরা শিশুকে ৪১০ টি কেন্দ্রে গত ডিসেম্বর মাস থেকে পাঠদান করার তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক আলী আকবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *