নির্বাচন করবেন না, ভারত গেলেন হাজী সেলিম

Slider জাতীয়

69229_selim

ঢাকা সিটি করপোরেশন দক্ষিণে মেয়র পদে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। জাতীয় সংসদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার কথা বললেও দলের শীর্ষ পর্যায় থেকে তাকে নির্বাচন না করতে বলা হয়। তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে গেলেও তা গ্রহণ করা হয়নি। হাজী সেলিম নির্বাচনে থাকছেন না বুধবার থেকে এমন আলোচনা চলছিল। এরই মধ্যে তিনি চিকিৎসার কথা বলে ভারতে চলে গেছেন। তার ব্যক্তিগত সচিব মহিউদ্দিন জানান, স্পিকারের কাছে পদত্যাগপত্র দেয়া হলেও তা গ্রহণ করেননি। আজ দুপুর ১ টার পর হাজী সেলিমের ব্যাক্তিগত ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দেয়া হয়। তাতে বলা হয়, আমি চিকিৎসার জন্য মাদ্রাজের উদ্দেশে ঢাকা ত্যাগ করলাম। আমি মাদ্রাজ এ চিকিৎসা শেষ করে মাজার জিয়ারত এর উদ্দেশে আযমীর শরীফ যাব। মেয়র নির্বাচন এর জন্য গত কয়েক দিন শরীরের উপর অনেক নির্যাতন করেছি, ফলে অসুস্থ হয়ে পরেছি, আমার সঙ্গে আমার ঢাকার লক্ষ লক্ষ কর্মী সমর্থক ভক্ত এবং পারা মহল্লার মা ও বোনরা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি তাদের কাছে ঋণী এবং কৃতজ্ঞ। আমি যাতে চিকিৎসা এবং আযমীর শরীফ এ মাজার যিয়ারত শেষ করে আবার আপনাদের মাঝে ফিরে এসে আপনাদের সেবা করতে পারি এর জন্য দোয়া করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *