ঢাকা: কমিটি ঘোষণার পরপরই নিজেদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে রাজধানীর ইডেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (১৩ মে) তামান্না জেসমিন রিভাকে সভাপতি ও রাজিয়া সুলতানাকে সাধারণ সম্পাদক করে ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
কলেজ শাখা ছাত্রলীগ সূত্রে জানা যায়, কমিটিতে পদপ্রত্যাশীরা শীর্ষ পদে আসতে না পারায় তাদের বিক্ষুব্ধ অনুসারীরা রাতে সভাপতি-সাধারণ সম্পাদকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। নতুন কমিটিতে পদপ্রাপ্তদের বিরুদ্ধে বিবাহিত, বিতর্কিত হিসেবে অভিযোগ তুলে স্লোগান দেয় তারা। এসময় বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর করা হয়।