শ্রীলঙ্কার নবনিযুক্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন যে, তার সংসদে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং তিনি গ্যালে ফেস এলাকায় ‘গোটাগোগামা’ বিক্ষোভে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।
কলম্বো পেইজ এ খবর নিশ্চিত করে জানিয়েছে- প্রধানমন্ত্রী হয়ে রীতি অনুযায়ী কলম্বোর কোল্লুপিটিয়াতে ওয়ালুকারমায়া রাজা মহা বিহারে আশীর্বাদ নেয়ার পর বক্তৃতাকালে বিক্রমাসিংহে বলেন, পুলিশ গ্যালে ফেস এলাকায় বিক্ষোভকারীদের কিছু করবে না এবং গোটাগোগামা বিক্ষোভ চালিয়ে যেতে হবে।
নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে তিনি বলেন, এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল নতুন মন্ত্রিসভা নিয়োগ করা হবে না বলেও তিনি নিশ্চিত করেন।