ভোজ্যতেল আমদানিকারক ৮ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

Slider অর্থ ও বাণিজ্য


উৎপাদন ও সরবরাহের পাশাপাশি সেবা সীমিতকরণ বা নিয়ন্ত্রণের অভিযোগে দেশের ভোজ্যতেল আমদানিকারক আট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

বুধবার (১১ মে) প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করতে স্বাধীন অনুসন্ধান ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে কমিশন স্বপ্রণোদিত হয়ে এ মামলা করে। ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোকে মামলার শুনানিতে অংশ নিতে নোটিশ পাঠানো হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো- সিটি এডিবল অয়েল লিমিটেড (তীর), বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (রূপচাঁদা), মেঘনা ও ইউনাইটেড এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড (ফ্রেশ), বসুন্ধরা অয়েল রিফাইনারি মিল (বসুন্ধরা), শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পুষ্টি), এস আলম সুপার এডিবল অয়েল কোম্পানি লিমিটেড (এস আলম), প্রাইম এডিবল অয়েল লিমিটেড (প্রাইম) ও গ্লোবাল এডিবল অয়েল লিমিটেড (রয়্যাল শেফ)।

প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো: মফিজুল ইসলাম বাসসকে বলেন, প্রাথমিক তদন্তে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যেসব অসামঞ্জস্য বা প্রতিযোগিতা বিরোধী তথ্য পাওয়া গেছে, তার ভিত্তিতে প্রতিযোগিতা কমিশন আইনের ১৫ এর ‘খ’ ধারা অনুযায়ী মামলা করা হয়েছে। আগামী ১৮ ও ১৯ মে কমিশনে মামলাগুলোর শুনানি হবে।

সুষ্ঠু প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিতকরণের লক্ষ্যে কমিশন আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *