ডিবি পুলিশের ৪ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Slider জাতীয়

69206_bsf

কুমিল্লা ডিবি পুলিশের ৪ সদস্যকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার সন্ধ্যায় জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ভারত সীমান্তবর্তী এলাকার আশাবাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে।

জানা যায়, ডিবি পুলিশের একটি দল বিকাল সাড়ে ৫টার দিকে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ভারত সীমান্তবর্তী আশাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। শশীদল ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, ডিবি পুলিশের দুই এএসআই ও দুই কনস্টেবল অভিযানের একপর্যায়ে সীমান্ত অতিক্রম করে ভারতের সিপাহীজালা জেলার বক্সনগর থানার রহিমপুর গ্রামের একটি বাড়ির ঘরে ঢুকে পড়ে। এসময় বিএসএফ এসে ডিবি পুলিশ সদস্যদের আটক করে বক্সনগর হাসপাতালে নিয়ে যায়।
কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর-এ-সার্কেল) মো. জাহাঙ্গীর আলম জানান, আশাবাড়ি এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে জেলা ডিবি পুলিশের এএসআই আলমগীর, এএসআই সবুজ, কনস্টেবল তাপস ও কনস্টেবল সেলিম অসাবধানতাবশত ভারতে ঢুকে পড়লে বিএসএফ তাদেরকে আটক করে নিয়ে যায়। রাত ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিবি পুলিশ সদস্যদের ফিরিয়ে আনতে বিএসএফ’র উচ্চ পর্যায়ে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *