‘অশনি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা নেই’

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি


সাভার (ঢাকা): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় অশনি আগামীকাল (১০ মে) সকালের দিকে ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হেনে দুর্বল হয়ে যাবে তাই বাংলাদেশে আর আঘাত হানার কোনো আশঙ্কা নেই।

সোমবার (০৯ মে) সন্ধ্যায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের অডিটোরিয়ামে সাভার থানা, পৌর ও আশুলিয়া থানা যুবলীগের যৌথ আয়োজনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব বলেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় অশনি এখন সুপার সাইক্লোন হয়ে অন্ধ্রপ্রদেশের দিকে আছে। তারপরেও ঘূর্ণিঝড় পরবর্তী মোকাবিলায় সরকার মানুষের জান মালের নিরাপত্তায় ব্যাপক পদক্ষেপ নিয়েছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল আয়োজন করা হয়। এ সময় ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস মিজান, সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *