লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ গ্রেপ্তার হয়েছেন। আজ সোমবার দুপুরে কুমিল্লার চান্দিনা থানায় আত্মরক্ষার জন্য আশ্রয় নিলে পুলিশ থেকে তাকে গ্রেপ্তার করে। এদিকে এই গ্রেপ্তারকে পুলিশের কাপুরুষোচিত কাজ বলে মন্তব্য করেছেন পার্টির সভাপতি কর্ণেল (অব.) ড. অলি আহমেদ (বীর বিক্রম)। আজ সোমবার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সোমবার দুপুরে কুমিল্লার নির্বাচনী এলাকা চান্দিনায় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যাচ্ছিলেন রেদোয়ান আহমেদ। এ সময় কলেজ ক্যাম্পাস-২ এর সামনে তার গাড়িবহরে হামলা চালানো হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। আত্মরক্ষার্থে রেদোয়ান আহমেদ তার বৈধ অস্ত্র দিয়ে দুই রাউন্ড গুলি ছুড়ে চান্দিনা থানায় আশ্রয় নেন।
অলি আহমেদ বলেন, ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে যাওয়ার সময় সন্ত্রাসীরা এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের গাড়িতে ন্যক্কারজনক হামলা চালিয়েছে। এই হামলা সন্ত্রাসী কর্মকান্ডের বহিঃপ্রকাশ। আত্মরক্ষার্থে থানায় আশ্রয় নেওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে রক্ষক হয়েও ভক্ষকের পরিচয় দিয়েছে।
এলডিপির মহাসচিবের গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও রেদোয়ান আহমদের মুক্তি দাবি করেছেন অলি আহমেদ।