বাংলাদেশ থেকে সদস্য সংগ্রহ করতে তৎপর আর্ন্তজাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএস। সিরিয়ায় প্রশিক্ষণ নেয়া বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তারের পর এ তৎপরতার কথা নিশ্চিত হয়েছে গোয়েন্দা পুলিশ। তার দেওয়া তথ্যমতে আইএসে যোগ দিতে আগ্রহী ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অন্তত চারজনের সিরিয়ায় যাওয়া চূড়ান্ত ছিল।
এভাবেই আইএস সদস্যদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। এসব প্রশিক্ষণে উন্নত সব আগ্নেয়াস্ত্র পরিচালনা শেখানো হয়, যে সক্ষমতা দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও নেই। গ্রেপ্তার হওয়া বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সামিউন এসব ভিডিও নিয়ে আসেন। গোয়েন্দারা জানান, সামিউন সিরিয়ায় প্রশিক্ষণ নিয়ে দু’মাস আইএসের পক্ষে লড়াইয়ে অংশ নেন। তারপর বাংলাদেশে এসে এসব ভিডিও দেখিয়ে সমমনা আনসারুল্লাহ বাংলা টিম ও জেএমবি সদস্যদের আইএসে যোগ দিতে উদ্বুদ্ধ করছিলেন তিনি।
সামিউন ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানও প্রতিবেদন প্রকাশ করেছিল। তার দেয়া তথ্য অনুসারে আইএসে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছিল এমন ১৩ জনকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বাংলাদেশে আইএস যাতে কোনো ধরনের তৎপরতা চালাতে না পারে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে বললেন ডিবি যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ।