শেষ সেমিতে কাল ভারত ও অস্ট্রেলিয়া

খেলা

AUS-vs-IND-Semi-Prev

বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া। বিজয়ী দল রোববার খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। সিডনিতে সেমিফাইনাল শুরু হচ্ছে কাল সকাল সাড়ে নয়টায়।

বিশ্বকাপের বেশ আগে থেকেই অস্ট্রেলিয়ায় রয়েছে টিম ইন্ডিয়া। তবে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ মিলিয়ে জয় পায়নি একটিতেও। অর্জন বলতে দুটি টেস্ট ড্র আর অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে পরিচিতি।

সেই ভারতই বিশ্বকাপ শুরু থেকে কি এক জাদুর ছোঁয়ায় হয়ে উঠেছে অদম্য। গ্রুপপর্ব থেকে নকআউট, হারেনি একটি ম্যাচও। ফর্মে রয়েছেন রোহিত, ধাওয়ান, কোহলিরা। বল হাতে শীর্ষ উইকেট শিকারিদের অন্যতম মোহাম্মদ সামি, নিয়েছেন ১৭ টি উইকেট ।
অন্যদিকে, ফর্মের তুঙ্গে রয়েছে অজিরাও। ত্রিদেশীয় সিরিজ থেকে শুরু করে এখন পর্যন্ত হেরেছে কেবল নিউজিল্যান্ডের বিপক্ষে। মাত্র এক উইকেটে। নিজ দেশে কিছুতেই শিরোপা হারাতে চাইবেনা চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

অজিদের বোলিং অ্যাকশনের নেতৃত্বে রয়েছেন মিচেল স্টার্ক। এ টুর্নামেন্টে ছয় ম্যাচে তার উইকেট ১৮টি। ব্যাট হাতে ওয়ার্নার, ফিঞ্চ, ওয়াটসন কিংবা ম্যাক্সওয়েল কাকে ছেড়েই বা কার কথা বলতে হয়। তারওপর নিজ দেশে লাখো সমর্থক।

এর আগে পাঁচবার সেমিফাইনালে খেলেছে ভারত। এরমধ্যে তিনবারই ফাইনালে উঠেছে মেন ইন ব্লু। দু’বার ঘরে এসেছে শিরোপা। অন্যদিকে, অস্ট্রেলিয়ার সেই সংখ্যাটা ছয়। একবারও শেষ চার থেকে বিদায় নেয় নি অজিরা।

বিশ্বআসরে এই দুই দল আগে মুখোমুখি হয়েছে মোট ১০বার। এখানে অবশ্য অনেক এগিয়ে স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার সাতবারের বিপরীতে ভারতের জয় তিনটি।

মেগা ফাইনালের আগেই যেন এক ফাইনাল উপভোগ করতে যাচ্ছে সিডনি। ফাইনালে ওঠার জন্য ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বর দলের লড়াইটা সেরকম আখ্যা পেতেই পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *