মোঃ জাকারিয়া
স্টাফ করেসপন্ডেন্ট
গাজীপুর অফিস: গাজীপুর প্রেসক্লাব নির্বাচনে ৪ কর্মকর্তাকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করেছে নির্বাচন কমিশন। বাকী ১৩টি পদে ২৩ জন প্রার্থী আগামী ২ এপ্রিল অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্ধিত করবেন।
মঙ্গলবার গাজীপুর প্রেসক্লাব নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চ’ড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার মাধ্যমে ওই তথ্য জানান।
গাজীপুর শহরের হাবিবুল্লাহ স্বরনীতে অবস্থিত গাজীপুর প্রেসক্লাবে প্রধান নির্বাচন কমিশনার এড. ম মনোয়ার হোসেন, নির্বাচন কমিশনার সাংবাদিক নাজিম উদ্দিন সরকার ও নির্বাবচন কমিশনার সাংবাদিক নুরুল আমিন আনুষ্ঠানিকভাবে ওই তথ্য জানান।
বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত কর্মকর্তাগন হলেন, সভাপতি চ্যানেল আই এর ফজলুল হস মোড়ল, সিনিয়র সহসভাপতি বাংলাভিশনের মীর ফারুক, সাধারণ সম্পাদক খবরপত্র/বাংলানিউজের এ কে এম রিপন আনসারী ও কোষাধ্যক্ষ পদে বাংলাদেশ সময়ের জাহিদুর রহমান বকুল।
প্রসঙ্গত: ২এপ্রিল গাজীপুর প্রেসক্লাবের নির্ববাচন অনুষ্ঠিত হবে। কার্যনির্বাহী কমিটির মোট ১৭টি পদের মধ্যে ৪টি পদে প্রতিদ্বন্ধি না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় ৪ কর্মকর্তা নিবাচিত হন। বাকী ১৩টি পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। গাজীপুর প্রেসক্লাবের ইতিহাসে এবারের নির্বাচন সবচেয়ে বৃহত্তর পরিসেের ও জাকজমকভাবে অনুষ্ঠিত হচ্ছে।