রংপুরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

Slider জাতীয়


রংপুরের তারাগঞ্জে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া ঘটনায় আরও ১ নারী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বুধবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের সলেয়াশাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে সৈয়দপুরগামী মাইক্রোবাস ও বিপরীতমুখী একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। এদের মধ্যে তিন জন দুর্ঘটনাস্থলেই নিহত হন। বাকি দুজন হাসপাতালে ভর্তির পর মারা যান।

স্থানীয়রা জানান, হতাহতরা সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। এদের মধ্যে একজন তারাগঞ্জের আমজাদ হোসেন, আরেক জনের নাম নাজমা বেগম। তবে তার এলাকা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ৩ জনের মরদেহ ও দুর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধার করেছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোরশেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *