অস্ট্রেলিয়ায় সোমবার ঈদ ঘোষণা

Slider সারাবিশ্ব


অস্ট্রেলিয়ায় আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, ‘অস্ট্রেলিয়ান ফাতওয়া কাউন্সিলের সদস্যরা আলোচনা করে ঘোষণা করেছে যে, আগামীকাল রবিবার (১ মে) রমজান মাসের শেষ দিন এবং পরদিন সোমবার (২ মে) শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে ঈদুল ফিতর পালন করা হবে।’

এদিকে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবুধাবি-ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। অর্থাৎ ওই অঞ্চলে রবিবার রমজান মাসের ৩০ দিন পূরণ হবে এবং এর পরের দিন (২ মে) উদযাপিত হবে ঈদুল ফিতর।
শনিবার সকালে এক বিবৃতিতে আইএসি জানিয়েছে, তারা রমজানের শেষদিকের অতিসরু চাঁদটি কোনোমতে চিহ্নিত করতে সক্ষম হয়েছে, যার অর্থ, আজ ইসলামী বিশ্বের দেশগুলো থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব হতে পারে।

এরপরও সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি দেশটির সব মুসলিমকে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *