রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার ব্রিজে তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। এরা হলেন এনতারুজ্জামান (৪৩) ও বিধান বিশ্বাস (৪২)। শুক্রবার (২৯ এপ্রিল) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে ফ্লাইওভারের উপরে একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই লরিটি জব্দ করা হয়েছে। এনতারুজ্জামানের বাবার নাম আ. সালাম। তিনি থাকতেন রাজধানীর খিলবাড়িরটেক। আর বিধানের বাবার নাম মৃত অশ্বীনী বিশ্বাস। তার বাড়ি খুলনা ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামে।