ছিন্নমূল শিশুদের নতুন জামা দিলো প্রাক্তন কচি-কাঁচা ফোরাম

Slider শিক্ষা


গাজীপুর; ২৬শে এপ্রিল ২০২২: ওদের কাছে ঈদের দিনটিও অন্যসব দিনের মতোই সাধারণ! মৌলিক অধিকার বঞ্চিত ছিন্নমূল অসহায় শিশু ওরা। কারও বসবাস রেল স্টেশনে, আবার কেউ কেউ বেড়ে উঠেছে ঝুপড়ি ঘরে। অভাব অনটনের মধ্যে মানবেতর জীবন যাপনে অভ্যস্ত এসব শিশুদের ঈদের আনন্দে আন্দোলিত হওয়া তো দূরের কথা, তিনবেলা পেটভরে খাবারও জোটে না। তাই স্বভাবতই ঈদের দিন ওদের জন্য নতুন কোন আনন্দ নিয়ে আসে না। তবে এবার এই শিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে গাজীপুর সদর উপজেলার ‘প্রাক্তন কচি-কাঁচা ফোরাম।’

বিদ্যালয় প্রাঙ্গণে আজ (মঙ্গলবার) বিকেলে কচি-কাঁচা একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ ২94 জন ছিন্নমূল অসহায় শিশুদের নতুন পোশাক তুলে দিয়েছে।

ঈদের নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত এক শিশু জানায়, তার বাবা নেই, মা অন্যের বাসায় কাজ করে যা ইনকাম করে তা দিয়ে ৩ বেলা ঠিক মতো ভাতও খেতে পারে না তারা, নতুন জামা কিনবে কিভাবে।
ঈদের নতুন পোশাক পেয়ে সে খুবই আনন্দিত।

আরেকজন বলে, ঈদের নতুন জামা পেয়ে তার কাছে আজ ঈদ ঈদ মনে হচ্ছে।

সংগঠনের দপ্তর সম্পাদক আকরামুজ্জামান চঞ্চল জানান, “আমরা প্রাক্তন কচি-কাঁচা ফোরামের পক্ষ থেকে এসব অসহায় শিশুদের জন্য নতুন জামাকাপড়ের ব্যবস্থা করেছি। ওরা অনেক মানবেতর জীবনযাপন করে। এসব শিশুরা বিভিন্ন ধরনের অবহেলা আর বঞ্চনার শিকার। আমাদের এই উদ্যোগ তাদের মাঝে ঈদের আনন্দ বয়ে আনবে। এই কাজে আমাদের শিক্ষকদেরকে পাশে পাওয়ায় তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে আমরাও উচ্ছ্বসিত।”

উল্লেখ্য, ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে গত পহেলা রমজান থেকে আয়োজিত ‘সামান্য ইফতার’ সংগ্রহ করে আসছে এসব সুবিধা বঞ্চিত শিশুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *