করাচি ইউনিভার্সিটিতে বিস্ফোরণে চীনা তিন নাগরিকসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ইউনিভার্সিটির ভিতরে কনফুসিয়াস ইনস্টিটিউটের কাছে এ ঘটনা ঘটে। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এটা ছিল আত্মঘাতী হামলা। কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) মতে বোরকা পরা এক নারী এই হামলা চালিয়েছে। স্থানীয় সময় বিকাল দু’টার কাছাকাছি সময়ে এ ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষাকারীরা ছুটে যান ঘটনাস্থলে। তারা ঘেরাও করে ফেলেন পুরো এলাকা। মৃত চীনা নাগরিকরা হলেন কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক হুয়া গুইপিং, ডিং মুপেং, চেন সাই এবং তাদের পাকিস্তানি চালক খালিদ।
পুলিশি সূত্র বলেছে, বিস্ফোরণে আহত হয়েছেন চারজন। এর মধ্যে আছেন দু’জন চীনা নাগরিক। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের লাশ করাচিতে জিন্নাহ হাসপাতালে নেয়া হয়েছে ময়না তদন্তের জন্য।