ঈদের আগেই কমল সোনার দাম

Slider অর্থ ও বাণিজ্য


ঈদের আগেই দেশের বাজারে ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে সোনার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ দাম

সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তর্জাতিক বাজারের সঙ্গে এ দাম সমন্বয় করার কথা জানিয়েছে বাজুস। দাম কমানোর কারণ হিসেবে সংগঠনটি বলছে, বিশ্ববাজারে মূল্যবান এ ধাতুর দাম কমে যাওয়ায় দেশের বাজারেও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, এক ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৭৭ হাজার ৬৮২ টাকা, ২১ ক্যারেট সোনার দাম ৭৪ হাজার ১৮৩ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ৬৩ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন সোনার দাম প্রতি ভরি পড়বে ৫৩ হাজার ৭১ টাকা।
এর আগে গত ১২ এপ্রিল, ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৪৯ টাকা বাড়িয়েছিল বাজুস। সেসময় দেশের বাজারে এক ভরি ২২ ক্যারেট সোনার দাম ৭৮ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেট সোনার দাম ৭৫ হাজার ৩৪৯ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ৬৪ হাজার ৫৬০ টাকা ও সনাতন সোনার প্রতি ভরির দাম ৫৩ হাজার ৮২৯ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তবে এবারও রূপার দামে কোনো পরিবর্তন আনেনি বাজুস।

উল্লেখ্য, গত মাসের (মার্চ) ২২ তারিখেও বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *