তীব্র দাবদাহে পুড়ছে দেশ, থাকবে আরও কয়েকদিন

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি


তীব্র দাবদাহ পুড়ছে দেশ। এরমধ্যেই ঘণ্টার পর ঘণ্টা যানজটে হাঁসফাঁস অবস্থা রাজধানীবাসীর। ঈদের আগে কর্মব্যস্ত দিনে লেজেগোবরে অবস্থা নগরবাসীর।

আবহাওয়া অফিস বলছে, গরমের এই তীব্রতা থাকবে আরও কয়েকদিন।

জলীয়বাষ্প ছিটিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

গত সপ্তাহে কালবৈশাখি ঝড়-বৃষ্টির পর কমেনি সূর্যের তেজ। একে তো রোজার মাস তার ওপর ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে কর্মব্যস্ত দিন পার করছেন নগরবাসী। ঘণ্টার পর ঘণ্টা যানজটে অসহনীয় অবস্থা তো অলিখিত নিয়ম হয়ে গেছে। এর সঙ্গে যোগ হয়েছে তীব্র গরম। হাঁসফাঁস অবস্থা কাজে বের হওয়া মানুষের। এরমধ্যেই দুদণ্ড জিরিয়ে নিয়ে ক্লান্তি কাটানোর চেষ্টা পথিকের। ধুলো ও গরমের তীব্রতা সামাল দিতে রাস্তায় ওয়াটার ক্যানন স্প্রের মাধ্যমে জলীয়বাষ্প ছিটাচ্ছে সিটি করপোরেশন।

আবহাওয়া অধিদফতরের উপপরিচালক কাওসার পারভীন সময় সংবাদকে জানান, গরমের এ তীব্রতা থাকবে আরও কয়েকদিন। তাই বাইরে চলাফেরা করার সময় সাবধানে থাকার পরামর্শ দেন তিনি।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঈদের আগেই হালকা বৃষ্টিপাত হওয়ার পর কিছুটা স্বস্তি ফিরে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *