বাজে আম্পায়ারিং নিয়ে যখন ক্রিকেট দুনিয়ায় সমালোচনার ঝড় ঠিক সেই মূহুর্তে সেই বিতর্কিত আম্পায়ারদের পক্ষ নিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ম্যাচের বাজে আম্পায়ারিং নিয়ে মন্তব্য করায় উল্টো সংস্থাটির সভাপতি আহম মোস্তফা কামাল (লোটাস কামাল) এর উপর চটেছেন সংস্থার প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। লোটাস কামালের মন্তব্য ভিত্তিহীন ও দুর্ভাগ্যজনক দাবি করে তিনি এক বিবৃতিতে দাবি করেছেন রোহিত শর্মার আউটের আবেদনের পর আম্পায়ার যে সিদ্ধান্ত দিয়েছেন তা ছিল ৫০-৫০ ভিত্তিতে। ম্যাচ কর্মকর্তাদের সততা নিয়ে প্রশ্ন তোলা যায় না বলেও লোটাস কামালের প্রতি সতর্কবাণী দেয়া হয় ওই বিবৃতিতে। এতে বলা হয়, আইসিসির প্রেসিডেন্ট হিসেবে তার উচিৎ ছিল আইসিসির ম্যাচ কর্মকর্তাদের সমালোচনার ক্ষেত্রে আরও সুবিবেচনার পরিচয় দেয়া। ডেভিড রিচার্ডসন তার বিবৃতিতে বলেন, নো-বলের সিদ্ধান্তটি ভুল বা সঠিক হবার সম্ভাবনা ৫০-৫০। খেলার স্পিরিট অনুযায়ী আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত এবং তাকে সম্মান করতেই হবে। বিবৃতিতে বলা হয়, ম্যাচ কর্মকর্তাদের কোন এজেন্ডা ছিল, বা তারা তাদের সেরা ক্ষমতা দিয়ে কাজ করার বাইরে অন্য কিছু করেছেন- এমন ইঙ্গিত ভিত্তিহীন, এবং তা কঠোরতম ভাষায় প্রত্যাখ্যান করা হচ্ছে।