নাইজেরিয়ার একটি অবৈধ তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছে। খবর রয়টার্সের
শনিবার দেশটির রিভারস প্রদেশে এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে পুড়েই মারা যান বেশিরভাগ মানুষ।
এমনকি তাদেরকে শনাক্ত করাও সম্ভব নয় বলে জানিয়েছে তারা।
এ বিস্ফোরণে তেল কিনতে ইনে থাকা বেশ কয়েকটি গাড়িও পুড়ে গেছে।
দেশটিতে পাইপলাইন থেকে তেল চুরি করে পরিশোধনের এমন কর্মকাণ্ড নতুন না হলেও এত মানুষের প্রাণহানি খুব একটা ঘটেনি।
এর আগে গত অক্টোবরে আরেকটি বিস্ফোরণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়।