নাটোরে জেলা বাস মালিক সমিতির অফিসে হামলাকারীদের আটকের জন্য ২৬ এপ্রিল পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে বাস মিনিবাস মালিক সমিতি।
অন্যথায় ২৭ এপ্রিল থেকে নাটোর জেলায় যাত্রীবাহী বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মিনিবাস মালিক সমিতি। শনিবার (২৩ এপ্রিল) বিকেলে শহরের কানাইখালি নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির আহবায়ক লক্ষণ পোদ্দার।
সংবাদ সম্মেলনে লক্ষণ পোদ্দার বলেন, ২১ এপ্রিল রাতে সমিতির কার্যালয়ে হামলায় ৩ বাসমালিক আহত হওয়ার ঘটনায় পরদিন ৫ জনকে অভিযুক্ত করে সদর থানায় মামলা করা হয়।
পুলিশ ২ জনকে গ্রেফতার করলেও বাকি ৩ জনকে রহস্যজনক কারণে গ্রেফতার করছে না। আগামী ২৬ এপ্রিলের মধ্যে হামলাকারীদের পাশাপাশি মদদদানকারীকে গ্রেফতার না করা হলে ধর্মঘট শুরু হওয়ার ঘোষণা দেন তিনি।