বিশ্বের অনেক দেশে করোনাভাইরাস বৃদ্ধি পাচ্ছে। এ কারণে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, নিজেরা শুধু ভালো থাকলেও হবে না। প্রতিবেশীসহ দেশের দরিদ্র মানুষের দিকে লক্ষ্য রাখতে হবে। তারা যেন ঈদ ভালো করে করতে পারে সে জন্য বৃত্তবানদের হাত বাড়িয়ে দেওয়ার কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, দেশে ১৩ কোটি মানুষকে করোনার ভ্যাকসিন দিয়েছি। এছাড়া বুস্টার ডোজও অব্যাহত রয়েছে। যার জন্য বিশ্বে করোনা বাড়লেও দেশ নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি বলেন, এমনি এমনিই দেশে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়নি; এর জন্য সরকার নিরলসভাবে কাজ করেছে।
এ সময় জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খানসহ জেলার সব সরকারি প্রতিষ্ঠান প্রধানসহ রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।