রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের সলঙ্গায় মসজিদে ইমামের বেতনের টাকা তোলা নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত খোরশেদ আলম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত খোরশেদ চক মনোহরপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে।
এ ঘটনায় সলঙ্গা থানা পুলিশ চকমনোহরপুর গ্রামের ইউসুফ আলী (৫৫) ও শিশির (২০) নামে দু’জনকে আটক করেছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, শুক্রবার জুমার নামাজ শেষে চকমনোহরপুর মধ্যপাড়া জামে মসজিদে ইমামের বেতনের টাকা তোলা নিয়ে মসজিদ কমিটির সভাপতি ইউসুফ আলীর বড় ভাই অবসরপ্রাপ্ত সার্জেন্ট ওয়াজেদ আলী সরকারের সাথে খোরশেদ আলমের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মসজিদের বাইরে এসে ইউসুফ আলী ও তার লোকজন নিয়ে খোরশেদ আলমের ওপর হামলা ও মরধর করে। এতে খোরশেদ আলম গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শনিবার সকালে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মঞ্জুয়ারা খাতুন ১১ জনকে আসামি করে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা করেছেন।