ইসমাঈল হোসেন, গাজীপুরঃ মেসার্স টি এম ট্রেডিং এর ব্যবস্থাপনায় ঢাকা দেওয়ানগঞ্জগামী বে-সরকারিভাবে পরিচালিত বলাকা, কমিউটার ও মহুয়া ট্রেনের টিকিট বিক্রয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
বে-সরকারীভাবে পরিচালিত এসব ট্রেন যেমন বলাকা, বলাকা কমিউটার ১, বলাকা কমিউটার ২ ও মহুয়া ট্রেনের আসনযুক্ত প্রতিটি টিকিটে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ১০ টাকা হতে ৫০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ।
২২ এপ্রিল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায় মহুয়া ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ লাইন। আব্দুল্লাহ আল মাসুম নামের এক যাত্রী অভিযোগ করে বলেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আমি গফরগাঁওয়ের তিনটি টিকিট পেয়েছি যার মূল্য ৯০ টাকার বিপরীতে ১২০ টাকা নেওয়া হয়েছে। টিকিট বিক্রেতা আরাফাতের কাছে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটাই সিস্টেম। অবশ্য পরে তিনি অতিরিক্ত টাকা ফেরত দেন। এ বিষয়ে দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি।