পেট্রলবোমায় নিহত ১ গ্রেপ্তার দুই শতাধিক

Slider জাতীয়

bus_fire_sm_578195154

সংলাপ ও মধ্যবর্তী নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের ৭৩তম দিনে চাঁদপুরে পেট্রলবোমা হামলায় জাহাঙ্গীর নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। রাজশাহী জিপিওতে ককটেল হামলা, শায়েস্তাগঞ্জে প্রাণ কোম্পানির বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া রাজধানী ঢাকা, লালমনিরহাটসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত মিছিল-সমাবেশ করেছে জোটের নেতাকর্মী-সমর্থকরা। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে জোটের দুই শতাধিক নেতাকর্মী সমর্থক গ্রেপ্তার হয়েছে বলে দাবি করা হয়েছে। এদিকে রাজধানীর হাতিরঝিল এলাকায় গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর কোন স্থানে আগুনের ঘটনা ঘটেনি। এ ছাড়া বুধবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। দুপুর সোয়া ১টায় হাতিরঝিলের নিকেতন লিংক রোডে দুর্বৃত্তরা প্রাইভেটকারসহ পাঁচটি গাড়িতে আগুন ও কয়েকটি গাড়ি ভাঙচুর চালায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ ও হরতালের সমর্থনে তেজগাঁও থানা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। মিছিলের নেতৃত্ব দেন ৯৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি, আবদুল কাদের নুটুর, সাংগঠনিক সম্পাদক-আরিফুজ্জামান চপল, দপ্তর সম্পাদক-কামাল উদ্দীন রাশেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহান খান, তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা সাগর আহমেদ ও তরুন মোর্শেদ।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে দুটি ট্রাকে পৃথক পেট্রলবোমা হামলায়  ট্রাকচালক নিহত হয়েছেন।  এছাড়া মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন তিনজন। বুধবার দিবাগত রাতে সদর উপজেলার চান্দা ও রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম জাহাঙ্গীর। দগ্ধরা হচ্ছেন খোরশেদ (৩০), রুবেল (৩৮) ও শরিফ (৩৮)।
তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। চাঁদপুর মডেল থানার ওসি আবদুল কাইয়ম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে পণ্যবাহী একটি ট্রাক খুলনা যাচ্ছিল। চাঁদপুরের চান্দ্রা পৌঁছালে ট্রাকটিতে দুর্বৃত্তরা পেট্রলবোমা হামলা চালায়। এতে ট্রাকচালক জাহাঙ্গীর ঘটনাস্থলে পুড়ে মারা যান। এছাড়া সদর উপজেলার রঘুনাথপুর গুচ্ছগ্রামের কাছে অপর ট্রাকটিতে দুর্বৃত্তরা পেট্রলবোমা হামলা চালায়। ট্রাক থেকে নামতে গিয়ে আহত হন চালক আমানত ও তার সহকারী কালু।
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে জানান, শায়েস্তাগঞ্জের অলিপুরে প্রাণ কোম্পানির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রাণ কোম্পানির শ্রমিকদের ডিউটি শেষে কারখানার সামনে বাসটি (মেট্টো-ব-১৪-০০৫২) দাঁড় করিয়ে রাখা ছিল। এ সময় কে বা কারা যাত্রীশূন্য বাসে অগ্নিসংযোগ করে। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়। স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক জানান, এটি নাশকতা নয়। প্রাণের স্টাফ বাসে থাকা শ্রমিকদের সিগারেট থেকে আগুন লেগে থাকতে পারে।
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকায় জিপিও ভবনে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় রবিউল ইসলাম নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক রবিউলের বাড়ি নগরীর কাজীহাটা এলাকায়। রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান জানান, ককটেলটি কাচের জানালা ভেঙে অফিসের ভেতরেই বিস্ফোরিত হয়। তবে কেউ হাতাহত হয়নি। গণপিটুনিতে আহত রবিউলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ওসির দাবি, তিনি বিএনপি সমর্থক।
লালমনিরহাট প্রতিনিধি জানান, পুলিশি বাধা উপেক্ষা করে লালমনিরহাট জেলা বিএনপি গতকাল সকালে বিক্ষোভ মিছিল করেছে। দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান মোড় প্রদক্ষিণ শেষে মিশন মোড়ে সমাবেশ করে। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, বিএনপি নেতা অ্যাডভোকেট  ফজলুল হক সরকার, অ্যাডভোকেট আবুল ফাত্তাহ, জেলা যুবদল সাধারণ সম্পাদক এমএ হালিম, বিএনপি নেতা বড়বাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম, ইদ্রীস আলী বক্তব্য দেন।
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে জানান, বুধবার রাতে খুলনা থানা পুলিশ বিএনপি নেতা নাসির শেখ, সোনাডাঙ্গা থানা পুলিশ আরমান শেখ ও খানজাহান আলী থানা পুলিশ শিবির নেতা মনির হোসেনসহ ২০ দলীয় জোটের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া পুলিশ মহানগরী ও জেলার বিভিন্ন থানায় ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়েছে। এ সময় নেতাকর্মীদের না পেয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে  দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে হরতালের সমর্থনে গতকাল ২০ দলীয় জোট নগরীতে মিছিল বের করে। খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে অধ্যক্ষ তারিকুল ইসলাম, সালাউদ্দিন মিঠু ও আজিজুল হাসান দুলুসহ প্রমুখ মিছিলে উপস্থিত ছিলেন। এ ছাড়া নগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড ২০ দলীয় জোট ও ছাত্রশিবির মিছিল করেছে।
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে জানান, মিঠাপুকুরে বাসে পেট্রলবোমা হামলা মামলার আসামি দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ৩ জামায়াত এবং ৭ বিএনপিকর্মীসহ মোট ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বিএনপি-জামায়াতের ৪ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার রাতে সদর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি জানান,  ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানুকে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুুলিশের দায়ের করা গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক মামলার তিনি আসামি বলে জানা গেছে।
মাভাবিপ্রবি সংবাদদাতা জানান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের পালপাড়া সংলগ্ন গেটে ২টি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও চিহ্নিত করা যায়নি। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এমনটা করা হয়ে থাকতে পারে বলেও জানান তিনি।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান,  দিনাজপুরের রানীবন্দরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমা থেকে রক্ষা পেতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হয়েছে। এতে বাসের চালকসহ ৫ জন আহত হয়েছেন। বুধবার রাত ৯টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার রানীবন্দরের পুরাতন চেয়ারম্যানপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও জেলা থেকে সানিয়া ডিলাক্স নামে ঢাকাগামী যাত্রীবাহী বাসটিকে লক্ষ্য করে  দুর্বৃত্তরা একটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় বোমা থেকে রক্ষা পেতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে মানিক শাহ’র রাইস মিলে প্রাচীরে ধাক্কা লাগে। প্রাচীর ভেঙে বাসটি রাইস মিলে ঢুকে যায়। এতে বাসের যাত্রী  হামিদুল ইসলাম (৩০) রিনা (২০) সুদেব দাস (৪০), মাহবুব (৩৫) বাসের চালকসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিরিরবন্দর থানার ওসি আনিসুর রহমান পেট্রলবোমা হামলার বিষয়টি স্বীকার করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *