আগামী অর্থবছরের বাজেট ৯ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার (২০ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্তে কমিটির সভা শেষে অর্থমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
এ সময় অর্থমন্ত্রী আশ্বস্ত করে বলেন, মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে আসন্ন বাজেটে জনগণের ওপর নতুন করে কোনো করের বোঝা চাপানো হবে না।
বাজেটে করমুক্ত আয় সীমা ৩ লাখ টাকা থেকে বাড়ানোর বিষয়ে তিনি বলেন, বিস্তারিত এখনও ঠিক হয়নি। তবে জনগণের জীবনে স্বাচ্ছন্দ্য আনতে অবশ্যই উদ্যোগ নেওয়া হবে।
সম্প্রতি সরকারের উচ্চ পর্যায়ের সভায় ইতোমধ্যে আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটের প্রাথমিক পরিমাণ নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, এর পরিমাণ ৬ লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকা এবং রাজস্ব আয় ৪ লাখ ৩১ হাজার ৬৫৭ কোটি টাকা
নতুন বাজেটের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এ বছরের বাজেট অন্যান্য বছরের মত না। এবার আরও স্বচ্ছ উপায়ে বাজেট প্রণয়ন করা হচ্ছে।