প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ১৬৪ শিক্ষার্থী

শিক্ষা

hasina_sm_480151414

প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৬৪ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে অনুষদভিত্তিক অনন্য ফল ও প্রথম স্থান অর্জন করায় তাদের এ পদকে ভূষিত করা হচ্ছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। ২০১১ সালের ২৪টি বিশ্ববিদ্যালয়ের ৭২ এবং ২০১২ সালে ১৮টি বিশ্ববিদ্যালয়ের ৯২ জনসহ ১৬৪ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। এরা সবাই বছরে ৯ হাজার ও এককালীন ১৫ হাজার টাকা ছাড়াও স্বর্ণপদক বানানোর খরচ বাবদ ৪৫ হাজার টাকা পাবেন। চলতি মাস শেষে কিংবা এপ্রিলের প্রথম দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মানী অর্থ তুলে দেবেন। উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে ২০০৬ সাল থেকে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক প্রবর্তন করা হয়। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ডিগ্রিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জনকারীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের স্বর্ণপদকের জন্য মনোনয়ন দেয়া হয়। তবে যোগ্যতাসম্পন্ন প্রার্থী একাধিক হলে এইচএসসি পরীক্ষার ফল, তবে এখানেও একাধিক প্রার্থী হলে এসএসসির ফলের ভিত্তিতে মনোনয়ন দেয়া হয়। ইউজিসির গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক মোখলেসুর রহমান জানান, মনোনীত প্রার্থী প্রত্যেকেই মাসিক ৭৫০ টাকা করে বার্ষিক ৯ হাজার টাকা, বই-পুস্তক কেনার জন্য একাকালীন ১৫০০ হাজার টাকা পাবেন। তা ছাড়া স্বর্ণপদকের ৪.৩০ গ্রাম স্বর্ণ ৩০ গ্রাম রৌপ্য, তৈরি খরচসহ সর্বমোট ৪৫ হাজার টাকা প্রায়। এটিও এককালীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *