দিরাইয়ে বাঁধ ভেঙে তলিয়ে গেছে হাওরের ১ হাজার হেক্টর বোরো জমি

Slider সিলেট


দিরাই (সুনামগঞ্জ): সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সাতবিলা বেড়িবাঁধ ভেঙে হুরামন্দিরা হাওরের ১ হাজার হেক্টর বোরো জমি তলিয়ে গেছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে বাঁধটি ভেঙে হাওরে পানি ঢুকে।

উপজেলার সীমান্ত দিয়ে বহমান কামারখালী নদীর পাড়ের ওই হাওর রক্ষা বাঁধটি ভেঙে হাওরে পানি ঢোকার খবর পেয়ে এলাকাবাসী সর্বাত্মক চেষ্টা করেও শেষ রক্ষা করা যায়নি।

দিরাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলাম জানান, হুরামন্দিরায় প্রায় এক হাজার পঞ্চাশ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছিল। তবে স্থানীয় কৃষকরা বলছেন, হাওরটিতে অন্ততঃ আড়াইহাজার হেক্টর বোরো জমি রয়েছে। যার অন্তত ৭০ শতাংশ কাটা হয়নি। কৃষক আনিছুর রহমান লিটন বলেন, হুরামন্দিরায় আমার ২০ একর জমি ছিল। এরমধ্যে ২ একরের মতো কাটা হয়েছে। বাকি সবটুকু তলিয়ে গেছে। এর আগে প্রথম দফায় দলের পানিতে উপজেলার চাপতির হাওরের বাঁধ ভেঙে প্রায় ৫ হাজার হেক্টর বোরো ফসল তলিয়ে যায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *