সৌদিআরব ব্যুরো চীফ
গ্রাম বাংলা নিউজ২৪.কম
রিয়াদঃ গণমাধ্যম এবং সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় নারায়নগঞ্জের সাংসদ শামীম ওসমানকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম (প্রসাফ)।
প্রসাফ এর সকল সদস্য এবং কার্যকরী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল বশির (এটিএন বাংলা),সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসাইন (আরব নিউজ), সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন (আরটিভি) এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীন( বাংলানিউজ) এর যৌথ স্বাক্ষরিত বিবৃতিতে এই দাবী জানান প্রবাসী সাংবাদিক নেতৃবৃন্দ।
সাম্প্রতিক সময়ে শামিম ওসমান গণমাধ্যম ও সাংবাদিকদের জড়িয়ে যে অশালীন, কুরুপূর্ণ ও ঔদ্ধত্যমূলক বক্তব্য দিয়েছেন আমরা “প্রবাসী সাংবাদিক ফোরাম” সৌদি আরব এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে শামীম ওসমানকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি।
আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করছি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত শামিম ওসমানের বক্তব্য, বাচন ভঙ্গি, ও শব্দ প্রয়োগ থেকে প্রমাণিত হয় তিনি অত্যন্ত নিচু এবং জঘন্য মন মানসিকতার পরিচয় বহন করে।
বিবৃতিতে প্রবাসী সাংবাদিক নেতারা আরও বলেন, শুধু তাই নয় সম্প্রতি শামিম ওসমান কোন কথা বলার পূর্বেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে বলেন, “তিনি আমার অবিভাবক, আমার নেত্রী, আমি যা করি সব উনার নির্দেশেই করি” এতে করে যেমনি প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করছেন তেমনি প্রধানমন্ত্রীর কাঁধে সকল অন্যায়ের দায়ভার তুলে দিচ্ছেন। যা সাংবাদিকদের এবং পুরো জাতির জন্য অত্যন্ত বিব্রতকর। তাই আমরা বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
একই সাথে একজন জনপ্রতিনিধি (সাংসদ) হয়ে এমন বক্তব্য জাতীয় সংসদ ও দেশের প্রতিটি সাংসদের জন্যই লজ্জাস্কর। তাই আমরা জাতীয় সংসদের মাননীয় স্পীকারের দৃষ্টি আকর্ষণ করে এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করে নজীর স্থাপনের জন্য জোর দাবী জানাচ্ছি।
সর্বপরী আমরা শামিম ওসমানকে তার দেয়া বক্তব্য প্রত্যাহারের মাধ্যমে গণমাধ্যম ও গণমাধ্যম সংশ্লিষ্ট সকলের কাছে বিনা শর্তে ক্ষমা প্রার্থনা করার জোর দাবী জানাচ্ছি। অন্যথায় দাবী আদায়ে প্রবাসী সাংবাদিকরা কঠোর কর্মসুচী দিতে বাধ্য হবে।