রাজশাহী: রাজশাহীর জেলা জজ আদালত ভবনের পাশে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে আদালত ভবনের কার্যক্রম চলাকালে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক আবুল হাশেম।
তিনি জানান, ককটেল বিস্ফোরণের ঘটনার পর আদালত পাড়ার নিরাপত্তা বাড়ানো হয়েছে। ঘটনার পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালালেও কাউকে আটক করা যায়নি।
রাজশাহী মহানগরের রাজপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী হাসান বলেন, সকাল সোয়া ১০টার দিকে জেলা জজ আদালত ভবনের পাশে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে প্রাথমিকভাবে তা চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বর্তমানে আদালত পাড়ার নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ দুর্বৃত্তদের আটকের চেষ্টা চালাচ্ছে।