শাহজালাল বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ

Slider জাতীয়


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উড়োজাহাজ দুটি
বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমানের হ্যাঙ্গারে আগে থেকেই একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য রাখা ছিল। রোববার (১০ এপ্রিল) দুপুরে বিমানের আরেকটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য হ্যাঙ্গারের দিকে নেওয়া হয়। হ্যাঙ্গারের ভেতরে ঢোকানোর সময় ৭৩৭ উড়োজাহাজের সামনের অংশের সঙ্গে ভেতরে থাকা ৭৭৭ উড়োজাহাজের পেছনের অংশে ধাক্কা লাগে। এতে দুইটি উড়োজাহাজই ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে বোয়িং ৭৭৭ উড়োজাহাজের সামনের অংশে থাকা ওয়েদার র‌্যাডম নষ্ট হয়ে গেছে এবং বোয়িং ৭৩৭ উড়োজাহাজের লেজের ভার্টিকাল স্ট্যাবিলাইজার ভেঙে গেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। সোমবার (১১ এপ্রিল) তিনি উড়োজাহাজ দুটি পরিদর্শনে বিমানবন্দরের হ্যাঙ্গারে যান। এসময় এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা তদন্তেরও নির্দেশ দেন তিনি।
এদিকে উড়োজাহাজ দুটি মেরামত সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ নিতে বিমানের পক্ষ থেকে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এক কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *