পশ্চিমবঙ্গের ফারাক্কায় গঙ্গার উপর তৈরি ভাঁধের স্লুইচ গেটগুলি পুরনো হওয়ায় মাঝে মাঝেই বিপর্যয় ঘটছে। রবিবার ফারাক্কা বাঁধের ৮৯ নম্বও স্লুইচ গেটটি পানির চাপে ভেঙ্গে গিয়েছে। সেই ভাঙ্গা গেট দিয়ে প্রবল বেগে পানি বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশে প্রবেশমুখের অদূরে গঙ্গা নদীর ওপরে নির্মিত এই বাঁধে মোট ১০৯টি স্লুইচ গেট রয়েছে। এই গেটগুলি ফারাক্কা চুক্তি মোতাবেক পানি ছাড়া ও আটকে রাখার কাজ করে। এর আগে ২০১২ সালেও বাঁধের ১৩ ও ১৬ নম্বর গেট ভেঙ্গে গিয়েছিল। এ ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বাংলাদেশকে অতিরিক্ত পানি দেওয়া হচ্ছে। তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করে দ্রুত বাঁধ সারাবার দাবি জানিয়েছিলেন। এরপরেই ভারতের তৎকালীন পানিসম্পদ মন্ত্রী পবন কুমার বনশাল ফারাক্কা বাঁধ পরিদর্শন করে জানিয়েছিলেন, ফারাক্কা বাঁধের স্লুইচ গেটগুলি পুরনো হয়ে গিয়েছে। এগুলি সারাই করা হবে। এজন্য ৫ বছরের সময়সীমাও তিনি ধার্য্য করেছিলেন। এবার ফের একটি গেট ভেঙ্গে পানি বেরিয়ে যাওয়ায় কলকাতা বন্দর পানি সঙ্কটে পরতে পারে বলে বিশেষঞ্জরা মনে করছেন।