বিবিসি বাংলা | বাংলাদেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি । প্রায় একি কায়দায় ২০১২ সালে নিখোঁজ হয়েছিলেন দলটির আরেক নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। মিস্টার সালাউদ্দিনকে উত্তরার একটি বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। তবে ইলিয়াস আলীকে তার বাড়ির কাছে সড়কে গাড়ি থামিয়ে তুলে নেয়ার ঘটনা ঘটেছিলো। এরপর থেকে মিস্টার আলীর আর সন্ধান পাওয়া যায়নি। তারও আগে ঢাকার একটি ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলমকে একি কায়দায় তুলে নেয়া হয়েছিলো তাঁর বাড়ি থেকে। এখন পর্যন্ত তাঁরও কোন খোঁজ পাওয়া যায়নি। ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী মনে করেন এগুলো সবই একি সূত্রে গাঁথা। বিবিসি বাংলার আজ সকালের অধিবেশনে প্রচারিত এক সাক্ষাতকারে তিনি বলেন, এগুলো একটি আরেকটির সাথে লিংক আছে। একটির সাথে আরেকটির যোগাযোগ আছে অবশ্যই। স্বামীর ভাগ্যে কি ঘটেছে বলে মনে করছেন জানতে চাইলে তিনি বলেন,হতে তো অনেক কিছুই পারে। আসলে কি হয়েছে তা তো জানিনা। আশা আছে বেঁচে আছেন। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ওরা আন্তরিকভাবে কাউকে জিজ্ঞাসাবাদ করছে বা কোন চেষ্টা আছে বলে লক্ষ্য করিনি। ঘটনার আধা ঘণ্টার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছিলাম আমি। আধা ঘণ্টার মধ্যে জানানার পরও তারা কোন খোঁজ পাবেনা সেটা আমি মনে করিনা তাহসিনা রুশদী বলেন, আমি দেশের নাগরিক, আমার স্বামী সাবেক সংসদ সদস্য, একটি বড় দলের সাংগঠনিক সম্পাদক। স্বয়ং প্রধানমন্ত্রী বিষয়টি জানেন। এরপরও রাষ্ট্রের কাছ থেকে কোন সহযোগিতা না পেলে আমার পক্ষে তো আর কিছুই করা সম্ভব না।