গ্রাম বাংলা ডেস্ক: বিশ্বকাপে তিন ম্যাচে চার গোল ৷ চূড়ান্ত ফর্মে রয়েছেন লিওনেল মেসি ৷ আর্জেন্টিনার সুপারস্টারের জন্যই এবার বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন তামাম আর্জেন্টিনার সমর্থক ৷ কিন্তু মঙ্গলবার প্রি-কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে বেশ সতর্ক কোচ সাবেয়া ৷ গ্রুপ লিগে তিন ম্যাচে নয় পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা ৷ তবুও দলের পারফরম্যান্সে সেভাবে খুশি নন তিনি। লিও মেসি ছাড়া আর কেউই সেভাবে জ্বলে উঠতে পারেননি গ্রুপ লিগে ৷ ইরান ম্যাচে পয়েন্ট খোয়ানোর পর্যায়ে চলে গিয়েছিল আর্জেন্টিনা ৷ কিন্তু মেসির অনবদ্য গোলে তিন পয়েন্ট পেয়েছে নীল-সাদা দল ৷ এই প্রতিযোগিতায় এখনো পর্যন্ত দল হিসেবে খেলতে পারেনি আর্জেন্টিনা ৷ তাতেই চিন্তা বাড়ছে সাবেয়ার ৷ দিয়েগো মারাডোনা পর্যন্ত আর্জেন্টিনার খেলার সমালোচনা করেছেন ৷ তিনি দলের রক্ষণ ও মাঝমাঠের ভুল-ভ্রান্তি খুঁজে পেয়েছেন ৷ মেসিরা দল হিসেবে খেলতে পারছেন না এটাও বলেছেন তিনি ৷ তবে দলের খেলা নিয়ে চিন্তা থাকলেও সুইস বাধা কাটাতে মরিয়া সাবেয়া নীল-সাদা দলের কোচ। তিনি চাইছেন নিজেদের গুছিয়ে নিয়ে সুইজারল্যান্ডের বিরুদ্ধে একটা দল হিসেবে মেলে ধরতে ৷
সুইস বাধা কী কাটাতে পারবে আর্জেন্টিনা ? নাকি কোনো অঘটন ঘটাবে সুইজারল্যান্ড? লিও মেসি বলেছেন, ‘একটা ভুলই আমাদের বিশ্বকাপ থেকে ছিটকে দিতে পারে ৷ তাই প্রি-কোয়ার্টার ফাইনালে কোনো ভুল করা চলবে না ৷’ শুধু সুইজারল্যান্ড ম্যাচ নয়, মেসির লক্ষ্য আরো দূরে ৷বার্সেলোনার মহাতারকা বলেছেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার থেকে আর কোনো পাওনায় কিছু নয় ৷ দেশের জন্য আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন হতে হবে ৷’
এবার দেখা যাক সুইসদের বিরুদ্ধে কী দল নামাতে চলেছেন সাবেয়া ? চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন দলের অন্যতম ভরসা আগুয়েরো ৷ তার বদলে লাভেজ্জিকে শুরু থেকেই নামাবেন নীল-সাদা দলের কোচ ৷ আক্রমণে মেসি, হিগুয়েন ও লাভেজ্জিকে দিয়েই শুরু করতে চাইছেন সাবেয়া৷ সুইসদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের নমুনা তুলে ধরতে চাইছে আর্জেন্টিনা ৷
এখন দেখার সুইজারল্যান্ড কী ভাবছে? ষাট বছর পরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার হাতছানি সুইজারল্যান্ডের ৷ কিন্তু বাধা একজনই ৷ তিনি লিওনেল মেসি ৷ আর্জেন্টিনার এই ফুটবল জাদুকর একাই পাল্টে দিতে পারেন ম্যাচের রং ৷ একটা ফ্রি-কিক , একটা ঝলকেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারেন তিনি ৷ তাই মেসিকে সমীহ করছেন সুইসরা ৷ তবে একেবারে আত্মসমর্পণ নয়, বরং মেসিকে আটকানোর যাবতীয় নীল নকসা তৈরি সুইসদের ৷ সুইজারল্যান্ডের গোলরক্ষক ডিয়েগো বেনাগিলো বলেছেন, ‘জানি মেসিকে আটকানো কঠিন। কিন্তু ওর স্কিলগুলো আমরা সবাই জানি, অনেক দেখেছি ওকে। যতটা সম্ভব প্রস্তুতি নিচ্ছি ওর মুখোমুখি হওয়ার।’ হন্ডুরাসের বিরুদ্ধে এক্স সাকিরি হ্যাটট্রিক করেছেন ৷ সাকিরিকে নিয়েই যাবতীয় পরিকল্পনা তৈরি করছেন সুইজারল্যান্ডের কোচ ৷ এখন দেখার আর্জেন্টিনার বিরুদ্ধে অঘটন ঘটাতে পারে কি না সুইসরা ৷