শুরু হয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণী অধিবেশন। সুপ্রিম কোর্টের ঘোষণা অনুযায়ী আজই নির্ধারিত হওয়ার কথা প্রধানমন্ত্রী পদে ইমরানের ভবিষ্যত। গত এক সপ্তাহে একের পর এক নাটকীয়তা দেখেছে পাকিস্তান। অবশেষে আজ ইমরানের বিরুদ্ধে দ্বিতীয় বারের মতো অনাস্থা প্রস্তাব উঠতে যাচ্ছে।
বৃহস্পতিবার পাকিস্তানের সর্বোচ্চ আদালতের রায়ে ভেঙ্গে দেয়া পার্লামেন্ট আবারও পুনর্বহাল করা হয়েছে। ফলে গত ৩রা এপ্রিল যে অনাস্থা ভোট হওয়ার কথা ছিল তা আজ হচ্ছে। পাক গণমাধ্যম ডন জানিয়েছে, অনাস্থা প্রস্তাবে ইমরানের বিরুদ্ধে পড়তে পারে ১৭৬ ভোট। এটি হলে প্রধানমন্ত্রীত্ব হারাবেন ইমরান। অপরদিকে বিরোধীদের মধ্য থেকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবে।
যিনি দায়িত্ব পালন করবেন আগামি বছরের সাধারণ নির্বাচন পর্যন্ত।
টেলিভিশনে সরাসরি প্রচার করা হচ্ছে পার্লামেন্ট অধিবেশন। এতে দেখা গেছে পার্লামেন্ট এলাকায় নিরাপত্তা শক্তিশালী করা হয়েছে।